এএফসি কাপ প্লে অফ

মোহনবাগানের বিপক্ষে খেলতে আবাহনী এখন কলকাতায়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ১২:০৮ এএম
ছবি- সংগৃহীত

এএফসি কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করতে মোহনবাগানে🦹র বিপক্ষে 💙জয়ের লক্ষ্যে খেলতে ঢাকা আবাহনী কলকাতায় পৌঁছেছে। আগামী মঙ্গলবার (১৯ এপ্রিল) বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে স্বাগতিক মোহনবাগানের মুখোমুখি হবে এপার বাংলার দলটি।

শনিবার (১৬ এপ্রিল) সকালে হয🐓রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতায় পৌঁছায়  ম্যারিও ল্যামোসের দল। এরপর সেখান থেকে সরাসরি কলকাতার ম্যারিয়ট হোটেলে চলে যায় দল। স্বাগতিক মোহনবাগানও এই হোটেলে রয়েছে।

কলকাতা থেকে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দ🔴াশ রুপু  জানিয়েছেন,  "আজ বিকেলে (শনিবার) মাঠে অনুশীলনের পরিকল্পনা ছিল। তবে মাঠের অনুশীলনের 🍸পরিবর্তে হোটেলে জিম সুইমিং করবে। আগামী দু‍‍`দিন অনুশীলন করব।"

এই ম্যাচে নির্ধারিত হবে কোন দল থাকবে আগামী ১৮ মে শুরু হতে যাওয়া এএফসি কাপে। গ্রুপপর্বে𒐪 বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের স✅ঙ্গে লড়াইয়েই সঙ্গী কে হবে এখন সেদিকেই দৃষ্টি সবার।

আরও সংবাদ