দলের লক্ষ্য কেবল জয় : মুমিনুল 

ফারজানা ববি প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৯:৩২ এএম

সময় বদলায়। খারাপ সময় কাটিয়ে ভালো সময়ের দিকে ধাবিত হ⛎য়। এক সময় বাংলাদেশ দল𓆏ের প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলতে পারাটাই ছিল ‘সাফল্য’। এখন জয় ভিন্ন অন্য ফলের চিন্তা করে না দল।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে 🌱জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। পূর্ণ শক্তির প্রোটিয়া দলকেই ওয়ানডে সিরিজ হারিয়েছিল তারা। তবে প্রোটিয়💮া তারকাদের অনেকেই আইপিএলে নাম লেখানোর কারণে টেস্টে তাদের পাওয়া যাবে না।

🔥দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী অধিনায়ককেই দেখা গেল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মুমিনুল হক গত কাল বলেন, “আমি তো সবসময় বলি, জেতার জ𝔉ন্যই খেলি। এই সিরিজেও আমরা জয়ের জন্যই খেলব। ম্যাচের প্রতিটা দিন যদি আমরা দাপট দেখাতে পারি তবে জয় আমাদের ই হবে।”