এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির মূল লড়াইয়ে🅷 নামার আগে প্রস্তুতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আজও তার ধারাবাহিকতা বজায় রাখল বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৬-২ গোলে হারল বাংলাদেশ।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ব🔯াংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেল পাকিস্তান। এই নিয়ে টানা চার ম্যাচ হারল বাংলাদেশ। এর☂ আগে ভারতের কাছে ৯-০, দক্ষিণ কোরিয়ার কাছে ৩-২ এবং জাপানের কাছে ৫-০ গোলে হারে স্বাগতিকরা।
ম্যাচের ১৩তম মিনিটে আরশাদ হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু এর পরের মিনিটেই নাদিম আহমেদের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ১৮ মিনিটে আহমেদ এজাজ, ২৪ মিনিটে আরফাজ ও ২৬ মিনিটে নাদিম গোল করেন। ৩৫ মিনিটে গোল করেন আরশাদ। দুই মিনিট পর এজাজের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৬-২ এ। এরপর আর কোনো গোল 🙈না হলেই এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় প্রথম সোমিফাইনালে পাকিস্তান খেলবে দক্ষিণ কোরিౠয়ার বিপক্ষে আর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিতে ভারত খেলবে জাপানের বিপ💞ক্ষে।