চলছে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় আসর অ্যাশেজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ শুরু হওয়াಌ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের দাপড় অব্যাহত রেখেছে অজিরা। প্রথম দিন শেষে দুই উইকেট ♏হারিয়ে ২২১ রান করেছে অস্ট্রেলিয়া।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বেশীক্ষণ টিকেনি মার্কাস হ্যারিস ও ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি। মাত্র ৪ রানেই ভাঙ্গে এই জুট🧸ি। আগে༺র ম্যাচের মতো আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মার্কাস হ্যারিস। স্টোকসের বলে ব্রডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩ রান।
আগের টেস্টের🌠 মতো নিজের দুর্দান্ত ফর্ম ধরে রাখেন ডেভিড ওয়ার্নার। তবে আজও নার্ভাস নাইন্টিতে আউট হন তিনি। প্রথম টেস্টে যেখানে আউট হয়েছিলেন ৯৪ রানে, আজ সেখানে আউট হন ৯৫ রানে। ওয়ার্নার ও লাবুশেনের ১৭২ রানের জুটি ভাঙ্গেন বেন স্টোকস।
১৭৬ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর আর কোনো উইকেট হারায়নি অজিরা। দিনশেষে ৯৫ রানে অপরাজিত করেছেন মার্নাস লাবুশেন। এছাড়া স্টিভ স্মিথ অপরাজিতꦦ আছেন ১৮ রানে।
প্রথম দিন শেষে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২১ রান করেছে অজিরা। একটি করে উইকেট নিয়েছেন স্টু𝓰য়ার্ড ব্রড ও বেন স্টোকস।