মাঠে শতরান করে ব্যাট উঁচিয়ে উল্লাস করার স্বপ্ন থাকে সব ব্যাটারেরই। কিন্তু কজন আর পারেন তিন অঙ্কের ম্যাজিক সংখ্যাকে ছুঁ꧋তে। শতরান করতে গিয়ে ব্যাটার অনেক চড়াই-উতরাই পেরুতে হয়। শতরানের এই মাইলফলক স্পর্শের আগে নার্ভাসের কারণে🐭 আটকা পড়েন অনেকে। টাইগার ব্যাটার মুশফিকের ক্ষেত্রে ঘটেছে এমন ঘটনা। বাংলাদেশিদের মধ্যে নার্ভাস নাইন্টিতে পড়ে সবচেয়ে বেশিবার আউটের অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
চট্টগ্রাম টেস্টে ফাহিম আশ🐼রাফের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মুশফিক। তবে আউটের আগে করেছেন ৯১ রান। আগের দিন ৮২* রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরি তুলে নিতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এরই মাধ্যমে অনাকাঙ্ক্ষিত রেকর্ড হয়ে গেছে মুশফিকের।
পাকিস্তানের বিপক্ষে আউট হওয়া সহ টেস্টে মোট ৪ বার নব্বই ছুঁয়েও সেঞ্চুরি করতে পারলেন না মুশফিক। আর আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮ বার নꦰড়বড়ে নব্বইয়ে আউট হলেন তিꦉনি। দুটিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
এর আগে টেস্টে সাকিব আল হাসানো নব্বইয়ে আটকে গেছেন ৪ বার। ক্রি🎉কেটের তিন সংস্করণ মিলিয়ে নব্বইয়ের ঘরে꧋ মোট ৭ বার আউট হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই তালিকায় আছে দেশসেরা ওপেনার তামিম ইকবালꦡের ন😼ামও। টেস্টে নব্বইয়ে ৩ বার, আর আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৬ বার আউট হয়েছেন তিনি।