বিশ্বকাপ অনিশ্চিত পর্তুগাল-ইতালির

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১২:১১ পিএম

ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন দল ইতালি, আর সাবেক পর্তুগাল। তারকাভর্তি একাদশ আর রেকর্ডের পরিসংখ্যানে উভয়ই শক্তিশালী দল। যেকোনো দিনই🧜 প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে এরা। বিশ্বকাপেও শিরোপার দাবিদার দুই দল।

তবে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেব কেবলে একটি দেশ। কাতার বিশ্বকাপের প্লে-অফের ‘সি’ গ্রুপের সমীকরণটা এমনইꦯ দাঁড়িয়েছে।

১২ দলের প্লে-অফ পেরিয়ে এই দুই দলের যেকোনো একটি উঠতে পারবে ২০২২ সালের বিশ্বকাপে। শুক্রবার (২৬ নভেম্বর) প্ল💦ে-অফের ড্র-তে ‘এ’ গ্রুপে পড়েছে স্কটল্যান্ড ও ইউক্রেন এবং ওয়েলস ও অস্ট্রিয়া। গ্রুপ বি-তে রয়েছে রাশিয়া, সুইডেন, চেক রিপাবলিক ও অস্ট্রিয়া। ‘সি’ গ্রুপের সদস্য পর্তুগাল, ইতালি, তুরস্ক ও নর্থ মেসিডোনিয়া। তিন গ্রুপ থ❀েকে এক করে দল খেলবে বিশ্বকাপে।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্রতি গ্রুপে হবে দুটি করে ম্যাচ। এরপর🔯 দুই জয়ী দল মুখোমুখি হবে একে অপরের। সেখান থেকে যেকোনো এক দল জিতে গেলেই নি💦শ্চিত হবে বিশ্বকাপে অংশগ্রহণ। আগামী বছরের ২৪ থেকে ২৯ মার্চ সময়ের মধ্যে হবে প্লে-অফের ম্যাচগুলো।

তাই সমীকরণ বলছে সি গ্রুপের সেরা দুই দল পর্তুগাল আর ইতালির মধ্য থে𒉰কে নিশ্চিতভাবেই বাদ পড়༒তে হবে একটি দলকে। সে কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদো আর জর্জিনহোর ভক্তরা পড়েছেন মহাসংকটে।