বাংলাদেশকে ৩৫০ এর মধ্যে বাঁধতে চায় পাকিস্তান 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৯:৪০ পিএম

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনতা শুরু হয়েছিল পাকিস্তানের দুর্দান্ত বোলিং আক্রমণের মাধ্যমে। প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নিয়েছিল তারা। তবে সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ও তৃতীয় সেশনে দাপড় দജেখিয়েছে বাংলাদেশ। এই দুই ডানহাতি ব্যাটারের কারণেইꩲ দিনশেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৩ রান করে টাইগাররা। তবে বাংলাদেশের ইনিংসকে খুব একটা লম্বা করতে দিতে চান না পাকিস্তানি পেসার হাসান আলী। বাংলাদেশকে ৩৫০ রানের মধ্যেই বেঁধে ফেলতে চান তিনি। 

পাকিস্তানি পেসার হাসান&nbs𝕴p;আলী বলেন, ‘আমি মনে করি তারা ভালো অবস্থানে আছে। দিন শেষে আড়াইশ রান করে ফেলেছে। দুজন সেট ব্যাটার যেভাবে খেলছে, আমরা যদি তাদের ৩৫০ রানে আটকে ফেলতে পারি, তাহলে সেটা দুর্দান্ত হবে। এ✤রপর পিচ যেমন এবং আমাদের ব্যাটাররাও ফর্মে আছে, ইনশাআল্লাহ্‌ আমরাও বড় স্কোর করব।’

চট্টগ্রামের পিচ নাকি স্লো। আর স্লো উইকেটকে কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে নিতে চান হাসান আলী। পাকিস্তানি এই পেসার বলেন, ‘দেখুন পিচটা স্লো। আমরা সবাই জানি এখানে স্লো পিচ হয়। আমা𒉰দের ঠিক জ💃ায়গায় বোলিং করতে হবে। চেষ্টা করবো ঠিক জায়গায় বোলিং করতে, যাতে ব্যাটাররা ভুল করে এবং আমাদের উইকেট নেওয়ার বেশি সুযোগ আসে।’

মুশফিক-লিটনের ৪১৩ বলে অপরাজিত ২০৪ রানের জুটিতে ২৫৩ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। লিটন🅺 ১১৩* ও মুশফিক ৮২* রান করে অপরাজিত রয়েছেন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি, হাসান আলী, ফাহিম আশরাফ ও সাজিদ খান। 

আরও সংবাদ