ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক। প্রথমে ব্যাট ক🐼রতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সেখানে থেকে ২০৪* রানের জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে লিটন ও মুশফিক। লিটন ও মুশফিকের অপরাজিত ইনিংসের প্রশংসা করেছেন পাকিস্তানি পেসার হাসান আলী।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় পাকিস্তানি পেসার হাসান আলী বলেন, ‘আমাদের পরিকল🃏্পনা ছিল, যদি আগে বোলিং ক𝓀রতে হয় তাহলে শুরু থেকেই উইকেট নেওয়ার চেষ্টা করব। আমরা এই পরিকল্পনায় সফলও ছিলাম। তবে আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে, যেভাবে মুশফিক ও লিটন যেভাবে ব্যাটিং করেছেন।’
হাসান আলী আরও বলেন, ‘তারা দুজন আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গেছে। আমার মতে,🎶 দুজনই দারুণ ইনিংস খেলেছে। প্রথম সেশনের পর বল ব্যাটে আসা শুরু হয়ে গিয়েছিল। আমরা ব্রেক থ্রু নিত🤡ে পারিনি। তবে টেস্ট ক্রিকেট এমনই। আমরা পরেরদিনের শুরুতেই উইকেট নিতে চেষ্টা করব।’
লিটন ১১৩* ও মুশফিকের ৮২* রান করে অপরাজিত রয়েছেন। দিনশেষে ৪ উইকে♕ট হারিয়ে ඣ২৫৩ রান করেছে বাংলাদেশ।