‍‍`গোল্ডেন বয়‍‍` পুরষ্কার জিতলেন বার্সার পেদ্রি 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৭:৩৭ পিএম

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন বার্সার মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেজ। দুর্দান্ত মৌসুম কাটানোর পুরষ্কার হিসেবে গোল্ডেন বয় খেতাব পেলেন এই তারকা মিডফিল্ডার। ইতালিয়ান পত্রিকা 'টুট্টোস্পোর্ট' এর মতে ২০২১ সালের গোল্ডেন বয় জিতলেন পেদ্রি। 

গত মৌসুমে বার্সার কোপা দেল রে জয়ের নায়ক ছিলেন পেদ্রি। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৫২ ম♕্যাচে খেলেছিলেন তিন🉐ি। 

এক ভিডিওতে সম্মানজনক এই পুরষ্কারের বিষয়ে পেদ্রি বলেন, "এই পুরষ্কার জিতে আমি গর্বিত। টুট্টোস্পোর্টকে আমি ধন্যবাদ দিতে চাই। এছাড়া জুরি বোর্ডে যারা ছিলেন এবং বিশ্বজুড়া 𝓀ভক্ত যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাই।" 

পেদ্রি আরও বলেন🌌, "বার্সা, জাতীয় দল, আমার পরিবার, আমার বন্ধুরা এবং যারা আমার সঙ্গে দিনের পর দিন কাজ করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তাদের সমর্থন ছাড়া আমি গোল্ডেন বয় জিততে পারতাম না।&quoꦏt;

আরও সংবাদ