ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৬:১৯ পিএম

টানা ৮ ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছে না বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ💯 সিরিজের শেষ ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয় জয়ে বাংলাদেশকে লজ্জা দিল পাকিস্তান। ম্যাচ হেরে দলের নাঈম ও তাসকিনের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।&nbs🌳p;

সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন হয় ৮ রান। এই ওভারে তিন উইকেট তুলে নিলে শেষ বলে পাকিস্তানের প্রয়োজন হয় ২ রান। শেষ বলে ৪ মেরে বাংলাদেশকে কাঁদান মোহাম্মদ নওয়াজ।&nbﷺsp;

ম্যাচ হাতছাড়া হওয়ার পর অধিনায়ক বলেন, "দুই পক্ষের ব্যাটাররা রান করতে ধুকেছে এখানে। বড়ও রান করার আগে ক্রিজে কিছু সময় কাটাতে হ꧙বে। আমার মনে হয় নাইম ভালো ব্যাটিং করেছে।" 

তাসকিনের প্রশংসা করে অধিনায়ক বলেন, "বোলিং হাতে চোট পাওয়ার পর যেভাবে তাসকিন ফিরে𒅌 এসেছে তা সত্যিই প্রশংসনীয়। সে অনেক দৃঢ়তা দেখিয়েছে।" 

আরও সংবাদ