আফিফকে বল ছুঁড়ে জরিমানা গুনলেন আফ্রিদি 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৬:১৬ পিএম

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়🐷 বাংলাদেশ। এই ম্যাচে শুরুতে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন আফিফ। ম্যাচে ক্রিজে দাঁড়িয়ে থাকা অবস্থায় আফিফের দিকে বল ছুঁড়ে মারেন পাকিস্🦹তানি বোলার শাহিন শাহ আফ্রিদি। এমন কান্ডের কারণে আফিফের কাছে ক্ষমা চেয়েও পার পেলেন না আফ্রিদি। ম্যাচে উগ্র আচরণ করার কারণে জরিমানা গুনতে হচ্ছে আফ্রিদির। 

প্রথম ম্যাচে আফ্রিদিকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ফিরে নিজের প্রথম ওভারে ওপেনার সাইফ হাসানকে সাজঘরে পাঠান তিনি। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে বাংলাদেশি তরু🔜ণ অলরাউন্ডার আফিফের কাছে ছ্ক্কা খেয়ে মেজাজ ไহারান তিনি। 

আফ্রিদির তৃতীয় ওভারে লেগ স্টাম্পের ওপর থাকা বলকে ফ্লিক শটে দুর্দান্ত ছক্কা মারেন আফিফ। পরের বলটি আফিফ সমীহ করে ছেড়ে দেন। আফিফের ডিফেন্সে বল ব্যাটে লেগে বোলার শাহিনে🌃র কাছেই ফিরে যায়। 

আর নিজের বলে ফিল্ডিং করে ঘুরে দাঁড়িয়ে আফিফের প্রান্তে সজোরে থ্রো করেন শাহিন আফ্রিদি। সেই থ্রো গি꧙য়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। ব্যথায় তখনই ক্রিজে পড়ে যান আফিফ। ওই মুহূর্তে পাক ফিল্ডাররা দৌঁড়ে আসেন। বোলার আফ্রিদি ঠিক তখনই হাত উঁচিয়ে ক্ষমা চান। 

এ ঘটনায় শাহীনের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৯ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনেন মাঠে দাঁড়িয়ে থাকা আম্পায়ার গাজী সোহেল ও সোহেল তানভীর। এছাড়া ঘটনাটিꦫ নজর এড়ায়নি তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। শাহীন তার অপরাধ মেনে নেওয়ায় অবশ্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শাস্তি হিসেবে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ র🐈াহুল শাহীনকে ১৫ শতাংশ ম্যাচ🌠 ফি জরিমানা করেছেন। একইসাথে তার নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

আরও সংবাদ