চাকরি হারালেন রোনালদোর কোচ 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০৫:১৯ পিএম

দলে এত তারকা থাকার পরেও একের পর এক ম্যাচ হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে গুঞ্জন চলছিল যেকোনো সময় ছাঁটাই হতে পারেন ওলে গুনার শুলশায়ার। এবার শোলশায়ারকে ছাঁটাই করার সিদ্ধ♔ান্ত নিয়েছে ম্যানইউ কর্তৃপক্ষ। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন ড্যারেন ফ্লেচার। 

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্প্যানিশ দল ভিয়া📖রিয়ালের বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। ইংলিশ সংবাদ মাধ্যম গুলোর মতে, এই ম্যাচে 🌸দলের দায়িত্বে থাকবেন ড্যারেন ফ্লেচার। নতুন কোচ না পাওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানꦜে থাকা দলের বিপক্ষে হেরেছে ম্যানইউ। নির্ধারিত সময়ের খেলায় ৪-১ গোলে হেরেছে রোনালদোর ম্যানইউ। লিগে ১২ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে ম্যানইউ। 

পরবর🦄্তী কোচ হিসেবে ম্যানইউয়ের রাডারে রয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। এই দৌড়ে জিদান সবচেয়ে এগিয়ে𒁃 আছেন বলেও জানা গেছে। এছাড়া পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো, লেস্টার সিটির ব্রেন্ডন রজার্স এবং আয়াক্সের এরিক টেন হ্যাগের নামও শোনা যাচ্ছে।

আরও সংবাদ