ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ 💟করে দারুণ ফুরফুরে মেজাজে ছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড দলকে তিন ম্যাচেই হারিয়ে দেয় বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টিতে নামে স্বাগতিক দলের মেয়েরা। কিন্তু আইরিশ নারী দল প্রথমে ব্যাট করে ৫ ওভারে ১৬৯ রান করে বুঝিয়ে দিয়েছে ওয়ানডে আর টি-টোয়েন্টি এক নয়। নিগার সুলতানা জ্যোতির দলের বিপক্ষে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী আয়ারল্যান্ড দলের অধিনায়ক গ্যাবি লুইস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টไেডিয়🍌ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়।
সফরকারী দলের লেহ পল꧒ মাত্র ৪৫ বলে ১০টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন। অধিনায়ত লুইস ৬০ রান করেন ৪২ বলে ৭টি চার ও ২টি ছক্কায়।
বাংলাদেশের জাহানারা আলম, ফারিহা ত্রিশা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার🦩 ১টি করে উইকেট লাভ করেন।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেছিলেন, ‘অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি।🏅 এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে। আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।’
তার শেষের কথাগুলো সঠিক। আইরি🍷শ দল যে টার্গেট দিয়েছে, তা অতিক্রম করতে হলে ভালো ব্যাটিং করতে হবে।