মাত্র দুই বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের রোমাঞ্চকর লড়াই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ঘটনা বলে মনে করা হয়। পিএসজির দুই সতীর্থ কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি ঐ ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। ফাইনালে হ্যাটট্রিক করেন এমবাপে। তারপরও তাদেরকে হারিয়ে বিশ্বকাপ জেতে মেসির আর্জেন্টি📖না।
ফ্রান্স তারকা এমবাপে সম্প্রতি এক স্বাক্ষাৎকারে স্বীকার করেন, বিশ্বকাপের পর মেসিকে প্রথ🐷ম দেখেই তিনি মেজার হারান। এমবাপে বলেন, ‘‘বিশ্বকাপের পর যখন আমি মেসিকে পিএসজির অনুশীলনে প্রথম দেখি, তখন আমি খুব রেগে গি🔯য়েছিলাম। তবে মেসি আমাকে বলেছিলেন, ‘তুমি আগেই বিশ্বকাপ জিতেছ, এবার আমার পালা।’’
বিশ্বকাপ ফাইনালে ন🐲ির্ধারিত সময়ের ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিক করেন। তবে টাইব্রেকারে জিতে যায় মেসির আর্জেন্টিনা। তাই এমবাপের মন ভেঙে গিয়েছিল।
অবশ্য এমবাপে বলেন, ‘আমি মেসি🐠র ওপর রাগ করেছিলাম, কিন্তু মেসি নামটাই এমন, আপনি তাকে সম্মান করতেই বাধ্য। আমরা একসঙ্গে হাসি দিয়ে সব ভুলে গেছি। সেই ফাইনাল আমাদের সম্পর্ককে আরও গভীর করেছে।’
পিএসজিতে একসঙ্গে খেলে মেসির কাছ থ🐈েকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন এমবাপে, ‘‘মেসি সবকিছুই ভালো পারে। আমি প্রায়ই তার কাছে যেতাম এবং জিজ্ঞাসা করতাম, 🃏‘তুমি এটা কীভাবে করো?’ তার কাছ থেকে শেখার সুযোগ ছিল অসাধারণ।’’