ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলেও 🍒ওয়ানডে সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল। সাদা বলে ওয়েস্ট ইন্ডিজ এখন অনেক বেশি শক্তﷺিশালী। তার প্রমান দিয়েছে তারা ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে। আর এবার হারিয়েছে বাংলাদেশকে।
মঙ্গলবার রাতে সেন্ট কিটসে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডꦕে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় তারা।এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হেরেছে।
বাংলাদেশের ২২৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩৬.৫ ওভারে ৩ উইকেটে ২৩০ রান করে। টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস🔥্ট ইন্ডিজ।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যꦉাট করতে পাঠান। বাংলাদেশের তানজিদ হাসান তামিম ৪৬ রান করেন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ৬২৷ তানজিম হাসান সাকিব ৪৫, আফিফ হোসেন ২৪ ও শরিফুল ইসলাম ১৫ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের সিলস ৪টি এবং মোটি ২টি উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ব্রান্ডন 🐼কিং ৮২, লুইস ৪৯,𝔉 কারটি ৪৫, শেফার্ড অপরাজিত ২৪ রান করেন।
বাংলাদেশের নাহিদ রানা, রিশাদ হোসেন ও আফিফ ১টি করে উইকꦡেট পান।ဣ
বিজয়ী দলের সিলস ম্যাচসেরা হন।