বিশ্বকাপের সেরা দলে নেই কোন বাংলাদেশী   

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০৩:৩৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার একদি💎ন না 💙যেতেই টুর্নামেন্টের সেরা দল বা মোস্ট ভ্যালুয়েবল টিম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টের সেরা দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বাংলাদেশের কোনো খেলোয়াড়ের জায়গা হয়নি এই দলে। এছাড়া ভারতের কেউ জায়গা পাননি। 

সেরা এই দল বাছাইয়ের কাজে যুক্ত ছিলেন বিখ্যাত 💫ইয়ান বিশপ, নাতালিয়ে জার্মানোস, শেন ওয়াটসন, লরেন্স বুথ ও শহীদ হাশমি। তাদের ভোটে ছয় দেশের ক্রিকেটাররা স্থান পেয়েছে সম্মানজনক এই তালিকায়। 

ব🎉িশ্ব🐈কাপ জেতা অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিন জন। টুর্নামেন্ট সেরা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও পেসার জশ হ্যাজেলউড রয়েছেন এই দলে। 

সেমি ফাইনাল খেলা ইংল্যান্ড থেকে জস বাটলার ও মঈন আলী, আর নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন পেসার ট্রেন্ড বোল্ট। দক্ষিণ আফ্রিকা থেকে অ্যানরিখ নরকিয়া ও অ্যাইডেন মারক্রাম ও শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ব্যাটার💫 চারিথ আসালাঙ্কা। 

এই দলের অধিনায়ক করা হয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজমকে। আর পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি রয়েছেন দ্বাদশ𝔉 খেলোয়াড় হিসেবে। 

বিশ্বকাপের সেরা দল

ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, অ্যাইডেন মারক্রাম, মঈন আলী, ওয়𒅌ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট, অ্যানরিখ নরকিয়া।

দ্বাদশ খেলোয়াড় : শাহীন শাহ আফ্রিদি।

আরও সংবাদ