১৮ বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৬:৫৬ পিএম

শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ১৮ বছর পর মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ২০০৩ সালে মালদ্বীপের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। দেশের হয়ে গোল করেছেন জামাল ভূঁইয়া ও♊ඣ তপু বর্মণ। 

ম্যাচের দশম মিনিটে জামাল ভূঁইয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। ডিফেন্ডার রহমত মিয়ার লম্বা থ্রোয়ে সবাই যখন হেডিং করতে ব্যস্ত, ঠিক তখন বল চলে আসে জামালের কাℱছে। আর ফাঁকা পোস্টে গোল করতে কোনো ভুল ক𝐆রেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার। 

ম্যাচের ৩২ মিনিটে সমতায় ফেরে মালদ্বীপ। এরপর প্রথমার্ধে আর♐ কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

শেষের দিকে এলে গোল 💟খেয়ে হেরে যায় বাংলাদেশ। আর হল তার বিপরীত। ম্যাচের ৮৭ মিনিটে জুয়েল রানাকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেন মালদ্বীপের গোলরক্ষক। ফলে পেনাল♎্টি পায় বাংলাদেশ। এই পেনাল্টি থেকে গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডিফেন্ডার তপু বর্মণ। 

ফলে ಞ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে ফাইনালের পথেই রইল জামাল ভূঁইয়ারা। 

আরও সংবাদ