বড় সুন্দর নখ পেতে যা করবেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত

অনেকেই নখ বড় রাখতে চায়। কিন্তু দৈনন্দিন কাজেকর্মে অনেক সময়ই তা ভেঙে যায়। তখন কেটে ফেলা ছাড়া🍰 উপায় থাকে না। আবার কোনও উৎসব বা অনুষ্ঠা♍ন হলেই নখ আবার করতে চান। সুন্দর আকার দিতে চান নখে। কিন্তু সময় কম থাকলে সেটা হয়ে উঠে না। নখ তো বললাম আর বড় হয়ে গেলো এমন হয় না। ধীরে ধীরে সময় নিয়ে বাড়তে থাকে। তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে নখ দ্রুত বড় হয়। যেমন-

অলিভ অয়েল
রক্ত সঞ্চালনের সমস্যার কারণেও আমাদের নখ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে অলিভ অয়েল কাজ করে জাদুর মতো। একটি পাত্রে কিছুটা অলিভ অয়েল গরম করে নিন। এর পর অন্তত ৫ মি☂নিট নখে মালিশ করুন। প্রতি দিন ঘুমাতে যাওয়ার আগে নিꦡয়মিত এটি করলে খুব সহজেই নখ বাড়বে।

কমলা
কমলা ভিটামিন সি ও ফলিক অ্যাসিডের ভালো উৎস যা কোষকলা উৎপাদনে সহায়তা করে। নখের বৃদ্ধিতে কোষকলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমলার অ্যান্টিঅক্সিডেন্🌳ট সংক্রমণ থেকে বাঁচতে সাহায্য করে।

লেবু
লেব🌸ুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এমনকি, নখের হলুদ দাগ সরিয়ে নখকে সুন্দর ও ঝকঝকে করে তুলতে এর জুড়ি মেলা ভার। প্রতিদিন এক টুকরো লেবুতে নারকেল তেল নিয়ে নখে ঘষতে পারেন। রোজ এমনটা করলে নখ ভাঙবে না।