জন্মাষ্টমীর ভোগে বানাতে পারেন হেমকণা পায়েস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

রাত পেরুলেই জন্মাষ্টমী। এই দিনে ভোগে রাখতে পারেন মিষ্টান্ন। সেক্ষেত্রে𝓰ཧ চাল বা ছানা বাদ দিয়ে বানিয়ে নিন হেমকণার পায়েস। রেসিপিটা দেখে নিন-

যা যা লাগবে

  • ২ লিটার দুধ
  • ৬ টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাটা
  • ১০ টেবিল চামচ চালের গুঁড়ো
  • ১ কাপ খোয়া ক্ষীর
  • এক চিমটি কেশর
  • আড়াই কাপ চিনি

যেভাবে বানাবেন
একটি পাত্রে গুঁড়ো করা খোয়া ক্ষীর, বাদাম বাটা, চালের গুঁড়ো ও স্বাদমতো চিনির গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিতে হবে। প্রয়োজনে সামান্য পানি বা দুধের ছিটে দিয়ে মেখে নিতে পারেন। এ বার ছোট ছোট গোল গোল বলের আকারে সেগুলি গড়ে নিতে হবে। যা পা𓆏য়েসের কণা।

একটি পাত্রে ২ লিটার দুধ ক্রমাগত জ্বাল দিয়ে অর্ধেক করে ফেলতে হবে। দিয়ে দিতে হবে চিনি ও খানিক পরে দুধে🐎 গোলা কেশর। এরপর পায়েসের কণা ফেলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে কেশর ও ঘন দুধের মিশেলে তৈরি হয়ে যায়꧟ হালকা সোনালি হেমকণা পায়েস।