২০২৪ সালে বিশ্বকে চমকে দিয়েছে যেসব শিশু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:৫০ পিএম
ছবি: বিশ্বরেকর্ড করা শিশুরা

বিশেষ প্রতিভার প্রশংসা হয় 🅷বিশ্বজুড়ে। যা পরবর্তী সময়ে স্থান করে নেয় গিনেস বুকের রেকর্ডে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষরা তাদের বিশেষ প্রতিভা প্রদর্শন করে রেকর্ড করেছেন। এই দৌড়ে পিছিয়ে ছিল না শিশুরাও। বরং অভাবনীয় প্রতিভা দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট শিশুরা। এই বছর তেমনই খবর পাওয়া গেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। অল্প বয়সী শিশুরাও এবার থেমে নেই। সমানতালে অন্য শিশুদের নিজেদের প্রতিভা দিয়ে চ্যালেঞ্জ করে বিশ্বরেকর্ডে জায়গা করে নিয়েছে। এই বছর শিশুরা তাদের উদ্ভাবনী চিনꦦ্তা, ক্রীড়া এবং শিল্পকলায় আরও অসাধারণ রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে। শিশুদের অনেক চমকপ্রদ কৃতিত্ব এবার গিনেস বুকে স্থান পেয়েছে। চলুন জেনে আসি, ২০২৪ সালে শিশুদের করা বিশ্বরেকর্ডের খবরগুলো।

বিশ্বের সর্বকনিষ্ঠ চিত্রশিল্পী

এস-লিয়াম নানা স্যাম আঁকাহ এই বছ𒁃র বিশ্বের সর্বকনিষ্ঠ চিত্রশিল্পীর মর্যাদা পেয়েছে। তার বয়স মাত্র ১ বছর। ঘানার একটি শহরে তার বসবাস। মাত্র ছয় মাস বয়সে ছবি আঁকা শুরু করে শিশুটি। তার ২০টিরও বেশি চিত্রকর্ম একটি প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে এবং অধি👍কাংশই বিক্রিও হয়েছে।

সমলয় স্কেটিংয়ে রেকর্ড

জমজ বোন নায়েমি এবং আলেনা স্টাম্প। বয়স ১৪ বছর। সুইজারল্যান্ডের এই জমজ বোন ইনলাইন স্কেটিং-এ এক মিনিটে সবচেয়ে বেশি সমলয় ট্রিক্স (২১টি) কর✅ার রেকর্ড 💃গড়েছে। যা তাদের কঠোর পরিশ্রমকে অনুপ্রাণিত করেছে।

বিশ্বের সবচেয়ে লম্বা কিশোর

বিশ্বের সবচেয়ে লম্বা বা দীর্ঘ কিশোর হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে অলিভিয়ের রিওক্স। তার উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। কানাডার এই কিশোরের উচ্চতা অনেকেরই দৃষ্টি𝓀 আকর্ষণ করেছে।

বিশ্বের সর্বকনিষ্ঠ ইয়োগা প্রশিক্ষক

বিশ্বের সর্বকনিষ্ঠ ইয়োগা প্রশিক্ষক হিসেবে গিনেস বুকে নাম তুলেছে ভারতের প্রত্যক্ষ বিজয়। তার বয়স মাত্র🐻 ৬ বছর। প্রত্যক্ষ এই বয়সে ২০০ ঘণ্টা ইয়োগা করতে সক্ষম। মাত্র ৪ বছর বয়সেই ইয়োগা  শুরু করে। কিছুদিনের মধ্যেই কঠিন আসনগুলো আয়ত্ত করে নেয়। ২০২৩ সাল থেকে সে নিয়মিত ইয়োগা প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করে। তখন তার বয়স ছিল মাত্র ৫ বছর।

জ্ঞানী দর্শিক

দর্শিক মাত্র দুই বছর বয়সে পৃথিবীর পতাকা এবং দেশের নাম চিহ্নিত করে বিশ্বকে অবাক করে 🍰দিয়েছে। তার বাবা মা সন্তানের বিশেষ ক্ষমতা চিহ্নিত করে আরও উৎসাহিত করেন। সে অল্প সময়ের মধ্যেই ১৯৫টি দেশের নাম ও পতাকা চিহ্নিত করতে সক্ষম হয়। শুধু তাই নয়, পরবর্তী সময়ে দর্শিক সেসব দেশের রাজধানীর নামও আয়ত্ত করে নেয়। পরবর্তী সময়ে তার এই প্রতিভা গিনেস বুক রেকর্ডে জায়গা করে নেয়।

বিশ্বের সবচেয়ে কম বয়সী ম্যাজিশিয়ান

সিলিয়ান ওকনর বিশ্বের সবচেয়ে কম বয়সী ম্যাজিশিয়ান হওয়ার রেকর্ড গড়েছে। মাত্র ১৫ বছর বয়সেই সে দক্ষ ম্যাজিশিয়ানের খেতাব পেয়েছে। এক মিনি༺টে ২৮টি জাদুর কৌশল দেখাতে পারে সে। যা বিশ্বের প্রথম। প্রতিভাবান এই ম্যাজিশিয়ান আয়ারল্যান্ডের কাউন্টি মেথের ছাত্র।

ড্রোন ভিডিও বানিয়ে বিশ্বরেকর্ড

মাত্র ৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফারের খেতাব জিতেছে লুইসা। গিনেস ওয়াল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দ⛎া লুইসা রয়। বয়স ৮ বছর ২৫৮ দিন। সবচেয়ে কম বয়সী (মেয়ে) ভিডিওগ্রাফার হিসেবে রেকর্ড গড়েছে। একটি ড্রোন ফুটেজের জন্য সে এজেডড্রোনফেস্ট ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লুইসা পরিবারের সঙ্গে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ করে✨ ড্রোনে ভিডিও ধারণ করে। যা দিয়ে তৈরি করেছে একটি পূর্ণাঙ্গ ভিডিও।

 

সূত্র: গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডস