এক কাপ চায়ের দাম লাখ টাকা!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৫৫ পিএম
সূত্র: সংগৃহীত

কথায় আছ𒊎ে, শখের দাম লাখ টাকা। কিন্তু চা খেতেও লাখ টাকা গুণতে হবে! তা কি কখনও ভেবেছেন? চাপ্রেমীরা হয়তো তাতেও আপত্তি করবেন না। কারণ বিশ্বের যেಞখানেই যাবেন, চা পান করতেই হবে। এর দাম যতই হোক। চায়ের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত হওয়া যাবে না।

এমন চাপ্রেমীদের জন্যই রয়েছ꧑ে বিশেষ এক চায়ের খবর। যার মূল্য লাখ টাকা। ভিন্ন স্বাদের কারণেই এর মূল্য এত বেশি। যা পাওয়া যাচ্ছে দুবাইয়ের এক ক্যাফেতে। বিশেষ স্বাদের এই চায়ের নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কারাক টি’। এতে মূল্যবান সোনা ব্যবহার করা হয়েছে।&nbs🦋p;

ভারতের নাগরিক সুচেতা শর্মা একজন চাপ্রেমী মানুষ। তিনিই আলাদা এক পন্থায় চা বানাতে গিয়েই এটি আবিষ্কার করেছেন। সোনায় মোড়া চা বিক্রি করা শুরু করেন। দুবাইয়ে ডিআইএফসি এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে অবস্থিত বোহো ক্যাফেতে তিনি এই চা বিক𒐪্রি করছেন।

জানা যায়, এই চা তৈরিতে ২৪ ক্যারেট সোনা ব্যবহার করা হচ্ছে। কাপ ডেকোরেশনের জন্য এই সোনার ব্যবহার হচ্ছে না। বরং চায়ের চুমুকের সঙ্গেই সোনা পান করবেন আপনি। যা ভিন্ন স্বাদ যোগ করেছ𒁃ে এতে। এই ক্যাফেতে এক কাপ চায়ের মূল্য হয় বাংলাদেജশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। 

লাখ টাকা মূল্যের এই চা পরিবেℱশন করা হয় রূপার তৈরি কাপে। এর উপরে ২৪ ক্যারেট সোনার পাতাও সাজানো থাকে। চাপ্রেমীরা এই ক্য🦩াফেতে চা খেয়ে সঙ্গে রূপার কাপটিও নিয়ে যেতে পারেন। বিশেষ আয়োজনের জন্যই লাখ টাকা দামের এই চা এখন নেটদুনিয়ায় ভাইরাল।