ঘরকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় দেখাতে টাইলস ব্যবহার করেন অনেকে। তবে টাইলসের যথাযথ পরিষ্কার না রাখলে তার সৌন্দর্য বাড়ার বদলে কমে যায়। তাই নিয়মিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚত ঘরের মেঝেতে ব্যবহৃত টাইলস পরিষ্কার রাখা জরুরি। চলুন জেনে নেই টাইলস পরিষ্কার রাখার পদ্ধতি-
সাদা ভিনেগার আর হালকা গরম পানি ব্যবহার করে সহজেই টাইলসের দাগ পরিষ্কার করা যায়। এতে টাইলসের চকচকে ভাবটাও অটুট থাকে।
ভিনিগারে স্পঞ্জ ভিজিয়ে টাইলস ভালভাবে মুছে ফেলুন। কিছুক্ষণ অপেক্ষা করে ভিজে কাপড় দিয়ে আরও একবার ঘরের মেঝে মুছে নিতে হবে। কয়েক দিন টানা এই নিয়মে মেঝে পরিষ্কার করলেই দেখবেন দাগ উঠে যাবে।
হালকা গরম পানি আর ডিশ ওয়াসার দিয়ে মুছে টাইলসের ময়লা ভাব দূর করা সম্ভব। অতিরিক্ত ময়লার জন্য অক্সালিক অ্যাসিড আর পানির মিশ্রণ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
এক বালতি গরম পানিতে হাফ কাপের মতো অ্যামোনিয়া মেশাতে হবে। এ বার তাতে কাপড় ভিজিয়ে ঘর মুছুন। যে কোনও তেলমশলার দাগ, হলদেটে ছোপ বা কালচে দাগ উঠে যাবে।
ঘরের টাইলসের দাগ দূর করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে সম পরিমাণ বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এ বার ব্রাশে সেই মিশ্রণ নিয়ে দাগ লাগা জায়গাগুলিতে ঘষে নিন। তার পর পানি দিয়ে জায়গাটা মুছে নিন। দাগ উঠে যাবে সহজেই।