২০২৪ সালের ট্রেন্ডি ১০ হেয়ারস্টাইল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:৫৮ পিএম
ছবি: বছরের কয়েকটি সেরা চুলের স্টাইল

প্রতিবছরই হেয়ার ফ্যাশনে ট্রেন্ড চলে। ২০২৪ সালও ব্যতিক্রম নয়। এই বছর হেয়ারস্টাইলের ট্রেন্ডগুলো বিভিন্ন দিক থেকে পরিবর্তিত হয়েছে। যেখানে পুরানো এবং নতুন শৈলীর মিশ্রণ দেখা গেছে। সাহসী এবং অভিনব হেয়ারস্টাইলে দেখা গেছে ফ্যাশনিস্তাদের। ট্রেন্ডি হেয়ারস্টাইলের মধ্যে যেমন আধুনি🌸কতা, তেমনি বেসিক কিউটনেসেরও মিল ছিল। এ বছর তরুণ-তরুণীরা চুলের স্টাইলে নিজেদের ব্যক্তিত্ব প্রকাশ করেছে।  চলুন ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ডি ১০ হেয়ারস্টাইলের বিস্তারিত জেনে নেই।

বব কাট

বব কাট ২০২৪ সালে সবার নজর কেড়েছে। একদম শর্ট থেকে মিডিয়াম লম্বার এই হেয়ারস্টাইলটি খুবই জনপ্রিয়। বিশেষত সোজা, স্লিক বব কাট বা স্ট্রেট কাট স্টাইলটি এই বছরে বেশ ট্রেন্ডি ছিল। এই হেয়াসဣ্টাইলটি যে কোনো মুখের আকারের সঙ্গেই মানিয়ে যায়। এছাড়াও স্লেড বব বা লেয়ারের সঙ্গে  মিশিয়ে এটিকে আরও স্টাইলিশ করা হচ্ছে।

লং বোল্ড হেয়ার

এ বছর অনেকেই লম্বা চুল রাখতে পছন্দ করেছেন। তবে সেটা ছিল উজ্জ্বল রঙ এবং আকর্ষণীয় স্টাইলের মধ্যে। সোজা, কোঁকড়া অথবা সলিড লেয়ারিংয়ের মাধ্যমে লম্বা চুল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।  যা খুবই স্টাইলিশ এবং﷽ গ্ল্যামারাস লুক এনে দিয়েছে। তাই এই বছর এর চাহিদা ছিল অনেক।

কোকো পাফ

ট্রেন✱্ডি সিজনাল হেয়ারস্টাইল হিসেবে কোকো পাফ ২০২৪ সালে বেশ জনপ্রিয় ছিল। বিশেষত সিল্কি স্টা🤡ইলের বা সোজা চুলের ওপর এটি খুব ভালো দেখায়। কোকো পাফের পেছনে ছোট্ট ব্যান্ড ব্যবহার করে একদম সোজা বা ওয়েভি স্টাইল করা হয়। সাইড পাফ বা হাই পাফ শৈলীও বেশ ফ্যাশনেবল ছিল।

মেসি বান

মেসি বান একটি সহজ হেয়ারস্টাইল। সেই সঙ্গে আধুনিক লুকও দেয়। বিশেষত ☂ক্যাজুয়াল বা অফিসের পরিবেশে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছরের✅ একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড ছিল মেসি বান। যা ন্যাচারাল লুক এবং কমফোর্টকে ফিউশন করে। বানটি খুবই সহজে হালকা ওয়েভ বা টেক্সচার দেওয়া হয়, যা আরও স্টাইলিশ করে।

লেয়ারড হেয়ার

লেয়ারড হেয়ার স্টাইল ২০২৪ সালে বেশ জনপ্রিয় ছিল। দীর্ঘ বা মাঝারি লম্বার চুলে লেয়ারিং করলে তা সোজা চুলের থেকেও আকর্ষণীয়ℱ দেখায়। এ ধরনের হেয়ারস্টাইল মুখ🤪ের গঠনের উপর নির্ভর করেই করা হয়। যা যেকোনো অনুষ্ঠান বা পার্টির জন্যও আদর্শ।

ফ্রেঞ্চ ব্রেইড

ফ্রেঞ্চ ব্রেইড ২০২৪ সালে এক নতুন আঙ্গিকে ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে। শুধু সাধারণ ফ্রেঞ্চ ব𝓡্রেইড নয়, এটিকে আরও কাস্টমাইজ করে বিভিন্ন স্টাইলে পরা হচ♛্ছে। আধুনিক ব্রেইডিং স্টাইল যেমন ডাবল ব্রেইড, ওয়াটারফল ব্রেইড অথবা আন্ডার ব্রেইডও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এটি এখন শুধু ফ্যাশন নয়, সহজ ও প্রফেশনাল লুকের অংশ হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

বয় কাট

বয় কাট ✱হেয়ারস্টাইলটি একদম হালকা এবং শক্তিশালী লুক তৈরি করে। এটি ছোট চুলের একটি শৈলী। যা শুধুমাত্র নারীরা নয়, পুরুষদের মধ্যেও বেশ জনღপ্রিয় ছিল। এটি খুবই আকর্ষণীয় হেয়ারস্টাইল। যা নিজের ব্যক্তিত্বের আত্মবিশ্বাসী চেহারা প্রকাশ করতে সহায়তা করে।

মিনি পোনি টেইল

পোনি টেইল প্রাচীন হেয়ারস্টাইল হলেও ২০২৪ সালে একে নতুনভাবে আনা হয়েছে। এই বছরের একটি ট্রেন্ড ছিল ছোট পোনি টেইল। যা মাথার ওপরের অংশে করা হয় এবং অল্প চুলে এটি অনেক আকর্ষণীয় হয়। বিশেষত এই হেয়ারস্টাইল স্ট্রিট স্টাইলের অংশ হিসেবে গ্রহণ করা 𓂃হয়। যা পাতলা চুলে টেক্সচার দেওয়া কিংবা সোজা করার ক্ষেত্রেই বে🌟শি করা হতো।

ওয়েভি হেয়ার

২০২৪ সালে ওয়েভি হেয়ার একটি বড় ট্রেন্ড হয়ে উঠেছে। অনেকে সোজা চুলের পরিবর্তে ওয়েভি বা কোঁকড়া চুলে অধিক আগ্রহী। সমুদ্রতটের ঝলমলে লুক বা ন্যাচারাল ওয়েভ নিয়ে এই হেয়ারস্টাইলটি একেবারে নতুনভাবে আত্মপ্রকꦜাশ করেছে। এটি খুবই রোমান্টিক এবং আকর্ষণীয় দেখায়। প্রতিদিনই এই হেয়ারস্টাইল করা যায়।

কার্ডেনা

কার্ডেনা হলো একটি ইন্টারেস্টিং এবং এক্সপেরিমেন্টাল হেয়ারস্টাইল। যেখানে চুলের বিভিন্ন অংশে একসঙ্গে নকশা তৈরি করা হয়। এই ধরনের হেয়ারস্টাইল পপ কালার বা নানা শেডে🎉র চুলের সংমিশ্রণ নিয়ে তৈরি হয়। সারা বিশ্বে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। ২০২৪ সালে হালকা, সোনালি বা প্যাস্টেল শেডে এ ধরনের হেয়ারস্টাইল ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছে।

২০২৪ সালের হেয়ারস্টাইল ট্রেন্ডগুলোর মধ্যে অনౠেকটাই সাহসী, অভিনব এবং পরিবর্তনশীল ছিল। স্টাইলিশ হেয়ারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিত্ব ও চরিত্রের প্রকাশের জন্য এই বছরটি ছিল এক্সপেরিমেন্টের বছর। যার মাধ্যমে নিজেদের দৃষ্𝓡টিভঙ্গি এবং স্টাইলেরও উপস্থাপন করা হয়েছে।