চপস্টিক দিয়ে এক এক করে তুলে এক মিনিটে ২৭টি ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বাংলাদেশি তরুণী সুমাইয়া খান। এর আগে বাংলাদেশের আরেক তরুণী নুসরাত জাহান নিপা এক মিনিটে চপস্টিক দিয়ে ২৭টি ভাꦐত খেয়ে রেকর্ড করেছিলেন।
সুমাইয়ার ভাত খাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল পেজে। ভিডিওটি ১ লাখ ৭৮ হাজারের বেশি দেখা হয়েছে।
ভিডিওতে দেখা যায় ১ মিনিটে এক এক করে ৩৭টি ভাত খেয়েছেন। একেবারে ঝড়ের গতিতে কাজ করছেন তিনি। মিনিটের মধ্যে লক্ষ্য পূরণ হতেই উচ্ছ্বসিত হয়েꦿ পড়েন সুমাইয়া। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী প্র♒তিবার কেবল একটি ভাতই চপস্টিকের তুলতে পারবে। এর বেশি তুললেই বাতিল হবে। নিয়ম অনুযায়ী সুমাইয়া ১ মিনিটে ৩৭ টি ভাত খান।
এদেশে কোরিয়ান সংস্কৃতির প্রভাব লক্ষণীয়। বিশেষ করে কোরিয়ান খাবার এদেশের তরুণ তরুণীদের বেশ আকর্ষণ করে। সুমাইয়ারও কোরিয়ান খাবার খেতে ভালো লাগে। রামেন খেতে পছন্দ করেন তিনি। চপস্টিক দিয়ে রামেন খেতে পটু। এরপꦉর প🧔্রায় সব খাবারই তিনি চপস্টিক দিয়ে খেতে শুরু করেন।
গিনেস ওಞয়ার্ল্ড রেকর্ডসকে সুমাইয়া জানান, তার জীবনে কোরিয়ান সংস্কৃতির প্রভাব। তিনি বলেন, আমার সঙ্গে সব সময় চপস্টিক রাখতে শুরু ক꧒রি। এর পর থেকে প্রায় সব ধরনের খাবার খাই চপস্টিক দিয়ে। আর যেহেতু আমি বাংলাদেশি, তাই ভাত খাই প্রতিদিনই।’
গিনেস ওয়ার্ল্ড রেকরಞ্ডসে রেকর্ড গড়তে পেরে তিনি খুব খুশি। তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য। দারুণ অনুভূত🦹ি।