শীতে শুষ্ক ত্বকে মেকআপ কীভাবে করবেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৪৯ পিএম
সূত্র: সংগৃহীত

শীত মানেই উত্সব। এই মৌসুমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। প্রতি সপ্তাহে দাওয়াত লেগেই থাকে। প্রতিটি অনু🗹ষ্ঠানে তৈরি হতে ফ্যাশনেবল পোশাক বেছে নিচ্ছেন। কিন্তু মেকআপ যদি ঠিকঠাক না হয়,  তবে দামী পোশাকও ফিকে পড়ে যাবে। এই মৌসুমে ভারী মেকআপ করা যায়। কারণ ঘাম কম হয়। মেকআপ দীর্ঘক্ষণ থাকে। কিন্তু এর জন্য ত্বক হত💮ে হবে পারফেক্ট। তবেই মেকআপ স্থায়ীভাবে বসবে। শীতের সময় কমবেশি সবার ত্বকই শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকে নিঁখুত মেকআপ সম্ভব নয়। তাই এই সময় মেকআপ করার আগেও নিতে হবে প্রস্তুতি। ত্বককে মেকআপের উপযোগী করে নিতে হবে। এরপরই আকর্ষণীয় লুক পাওয়া যাবে। শীতে শুষ্ক ত্বকে মেকআপ করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং যা করতে হবে, চলুন জেনে আসি।

·         দিনে বা রাতে যখনই মেকআপ করবেন, ত্বক ভালো করে পরিষ্কার করুন। ঘরোয়া উপাদান দিয়ে  স্ক্রাব করে নিন। ত্বকের মৃত কোষ পরিষ্কার হবে। এরপর ফেস অয়েল মেখে নিন। এর উপর ভারী ময়েশ্চারꦬাইজার লাগান। কিছু সময় অপেক্ষা করে এরপর মেকআপ শুরু করুন।

·         দিনের মেকআপে ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন মাখতে হবে। এই সময় এসপিএফ ৫০ বা ๊৩০ সানস্ক্রিন ব্যবহার করুন। রাতের মেকআপে সানস্ক্রিনের দরকার হবে না।

·         শুষ্ক ত্বকের জন্য আদর্শ ফা☂উন্ডেশন বাছুন। যেকো♌নো ফাউন্ডেশন ব্যবহার করবেন না। ফাউন্ডেশন ঠিকঠাক না বসলে মেকআপ ভালো হবে না। কনসিলারের ক্ষেত্রেও বিষয়টি খেয়াল রাখুন।

·         ত্বক꧋ের ফাউন্ডেশন দীর্ঘস্থায়ী করতে লুজ পাউডার বা কমপ্যাক্ট ব্যবহার করুন। তবে এর আগে ক্রিম বেসড ব্লাশ, হাইলাইটার লাগিয়ে নিতে পারেন। শুষ্ক ত্বকে ক্রিম বেসড মেকআপ পণ্য ব্যবহার করুন।

·         রাতের পার্টিতে ভারী মেকআপ করতে পারেন। এক্ষেত্রে চোখের সাজে বেশি জোর দিন। গাঢ় শ্যাডগুলো ব্যবহার করতে পারেন। তবে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। নয়তো ন্যাচারাল লা♔গবে না। দিনের মেকআপে হালকা শেড ব্যবহার করুন। এক্ষেত্রে ন্যুড শেডের আইশ্যাডো লাগাতে পারেন।

·         শীতে শুষ্ক ত্বকের সঙ্গে শুষ্ক ঠোঁটও মারাত্মক সমস্যা করে। এই সময় ঠোঁটে ফাটে। তাই প্রতিদিন লিপ বাম ব্যবহার করুন। ঘুমের আগে অবশ্যই লিপ বাম লাগিয়ে নিতে 🐻হবে। মেকআপের সময় ঠোঁটে ম্যাট বা ড্রাই লিপস্টিক ব্যবহার না করে, বরং গ্লোসি লিকুয়িড লিপস্টিক লাগান। এতে ঠোঁট মশ্চারাইজ থাকবে।