সম্প্রতি সমালোচনায় রয়েছেন হলিউড তারকা অ্যাম্বার হার্ড। বিলাসী জীবনযাপনের জন্য সুপরিচিতি থা🏅কলেও সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে মুদ্রার উল্টো পিঠও দেখতে শুরু করেছেন এই ত൲ারকা অভিনেত্রী।
ꦇসাবেক স্বামী জনি ডেপের কাছে মানহানি মামলায় হেরে যাওয়ার পর বেশ অর্থকষ্টে ভুগছেন তিনি। এ কারণে ডেপের ক্ষতিপূরণের টাকাও এখনো পরিশোধ করতে পারেননি। আদালত থেকে অ্যাম্বারকে নির্দেশ দেওয়া হয়েছে জনিকে ক্ষতিপূরণ দিতে।
তবে অ্যাম্বারের আইনজীবী জানিয়েছেন, অভিনেত🧸্রীর কাছে পর্যাপ্ত অর্থ নেই। আদালত তবু ক্ষতিপূরণ থেকে রেহাই দেয়নি অ্যাম্বারকে। তাই বিশাল অঙ্কের টাকার জোগান🅘 দিতে নিজের প্রিয় বাড়ি বিক্রি করে দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: ‘অ্যাম্বার হার্ড সারা জীবনই মিথ্যা বলে এসেছেন’
সম্প্রতি অ্যাম্বার ও জনি ভার্জিনিয়ার আদালতে মানহানির মামলার লড়াই করেন। দুজন একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিয🧸োগে মামলা করেছিলেন এবং একে অপরের ক্যারিয়ারকে নষ্ট করার জন্য অভিযুক্ত করেন। আদালত সব প্রমাণ ও তথ্যের ভিত্ত𝔍িতে ডেপের পক্ষে রায় দেন। অ্যাম্বারকে দেন অর্থদণ্ড।
আরও পড়ুন: জনিকে ক্ষতিপূরণ দেওয়ার অর্থ নেই অ্যাম্বারের!
উই গোট দিস কভারড রিপোর্টের তথ্য অনুসারে, একটি ডেজার্টের মধ্যে অবস্থিত অ্যাম্বার হার্ডের বাড়িটি ২০১৯ সালে একটি ট্𒈔রাস্ট ফান্ডের মাধ্যমে ৫ লাখ ৭০ হাজার ডলারে কিনেছিলেন। তিনি এখন এটি ১.০৫ মিলিয়নে বিক্রি করেছেন।
আরও পড়ুন: অ্যাম্বারের দেওয়া উপহারের গাড়িতে আড়ি পেতেছিলেন ইলন মাস্ক!
এই চুক্তিতে ৪,৮০,০০০ ডলার লাভ হয়েছে অভিনেত্রীর। মরুভূমির এক উপত্যকায় বাড়িটি অবস্থ𓃲িত। 🌺শান্তিপূর্ণ ও চমৎকার স্থাপত্যকলায় সমৃদ্ধ এই বাড়ি।