সৌন্দর্য, স্টাইল আর অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকের মন জয় করেছেন পূজা চেরি। বয়স কম হলেও অভিনয় নিয়েই কাটে তার ব্যস্ততা। প্রতিনিয়ত চেহারায় ভিন্নতা নিয়ে দর্শক-ভক্তদের সামনে হাজির হন তরুণ প্রজন্মের এই অভিনেত্রী।
এবার নাচ নিয়ে হাজির হলেন পূজা। আর তার এই নাচে মুগ্ধ হয়ে পূজাকে প্রশংসায় ভাসালেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। পুজাকে নিজের ছোট বোন বলেন অভিনেত্রী। গত শনিবার রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তিꦜ পেয়েছে। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।
৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরী। নতুন লুকে পূজার উ🐻পস্থাপনা ও নাচের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা।
সেই গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস🏅। সঙ্গে তিনি 🌳লিখেছেন, ‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!’
সেখানে মন্তব্য করে পূজা লিখেছেন, ‘বড় বোন য🅠েরকম ছোট বোন তো সেরকমই হবে।’
প্রিয় ཧচট্টোপাধ্যায়ের লেখা ‘প🍸্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন।
এই ওয়েব সিরিজের মধ্ꩵয দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ 🍬সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন।
‘ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছ𝓀াড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।