প্রতিবছর ঈদ আর জন্মদিনে কিং খান মান্নাতের বারান্দায় এসে তার ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবারও হয়নি তার ব্যতিক্রম। এবারের ঈদেও দূরদূরান্ত থেকে ছুটে আসা হাজার হাজার অপেক্ষারত ভক্তদের সামনে এসে ভালোবাসার জবাব দ🌟েন শাহরুখ 🐈খান।
রবিবার (১০ জুলাই) সেই চেনা দৃশ্য দেখা গেল মুম্বাইয়ে। গত দুই মাস আগেও ঈদুল ফিতরের দিন দেখা দিয়েছিলেন তিনি। দুই মাসের মাথায় আবার ঈদুল আজহায় দেখা দিয়ে ভক্তদের খুশি রাখলেন এই বলিউড খান। এদিন সঙ্গে ছিল ছোট ছেলে আব্রাহাম। যদিও কোভিডের কারণে তিনি সবাইকে অনুরোধ করেছিলেন যে মান্নাতের বাইরে ভিড় না করতে। বিপুল জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ।
শাহরুখ ইতিমধ্যে রাজকুমার হিরানির সঙ্গে ‘ডানকি’ সিনেমার কথা ঘোষণা করেছেন। এই সিনেমায় তার সঙ্গে আছেন তাপসী ওপান্নু। দীর্ঘদিন পর তিনি ‘পাঠান’ ছবির মাধ্যমে আবার রুপালি পর্দায় আসতে চলেছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়া আছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে।