সন্তানদের নিয়ে আফসোস কারণ জোহারের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১১, ২০২২, ০২:১৭ পিএম

কারণ জোহার বলিউডের শীর্ষ পর্যায়ের পরিচালক। রীতিমত সুপারস্টার তারকা পর💦িচালক তিনি। সাধারনত পরিচালকরা আড়ালেই থেকে জান। কিন্তু তাকে চেনে না এমন মানুষ খুব ক꧅ম আছে। জনপ্রিয়তা সঙ্গী করে তার শো ‘কফি উইথ কর্ণ‍‍` নিয়ে ফিরেছেন। 

ফিরেই ফে𓄧র জমজমাট ‘কফি উইথ কর্ণ’। ৭ জুলাই ওটিটি মঞ্চে প্রথম বার সেই অনুষ্ঠান সম্প্রচারিত হল। প্রথম দিনেই স্ট্রিমিংয়ের রেকর্ড ভেঙে বাজিমাত। নতুন সিজন নিয়ে কর্ণ নিজেও বেশ আশাবাদী। তবে এতো এতো সফলতার পরও আছে আফসোস। কারণ, তার জনপ্রিয়🙈তা ও কাজের জায়গা সম্পর্কে সবাই জানলেও জানে না তার সন্তানরা। এমনটাই দাবি করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারণ বলেন, ‘‘ওদের বয়স এখন ৫ আর ৬। ভাবছি পরের বছর আগে ওদের ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখাব।’’

যশ এবং রুহি ‘কফি উইথ কর্ণ’-এর কোনও পর্ব দেখেছে কি না জানতে চাইলে সঞ্চালক বলেন, ‘‘এই শোয়ের যে অ𝔍স্তিত্ব আছে, সেটা ওরা জানে, কারণ ছবি দেখেছে। টিভিতে দেখেছে। তবে পুরোপুরি নিশ্চিত নয় এটা কী।’’

কারণ জোহার মনে করেন, তার সন্তানরা এমন শো ধৈর্য ধরে বসে দেখতে পারবে না। তিনি আরও বলেন, , ‘‘ওরা জানে না, আমি ছবি তৈরি করি। তবে যখন রাস্তাঘাটে আমায় দেখলে মানুষ ছুটে আসেন, নিজস্বী তুলতে চান, সেই দেখে আমার ছেলেমেয়েরা কিছু একটা বুঝে থাকবে। ওদের ধারণা স্পষ্ট করার জন্য কী করা যায়, আমি দেখছি এ বার।’’
 

আরও সংবাদ