পূর্ণিমা ঢাক🅷াই চলচ্চিত্রের সফল একজন চিত্রনায়িকা। ১৯৯৮ সালে চলচ্চিত্রে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে পথচলা শুরু করেন তিনি। সেই সিনেমায় নায়ক হিসেবে তখনকার হার্টথ্রব চিত্রনায়ক রিয়াজকে পেয়েছিলেন। সেই সিনেমায় বাজিমাত করেছিলেন পূর্ণিমা। এরপর আর তাকাতে হয়নি পিছনে ফিরে। বর্তমানে সিনেমার স্বর্ণালী যুগ না থাকলেℱও পূর্ণিমা ব্যক্তিগত ভাবে নিজেকে নিয়ে গেছেন সফলতার একদম শীর্ষে।
আজ ১১ জুলাই মি💖ষ্টি এই না🐭য়িকার জন্মদিন। চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯৮১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন পূর্ণিমা।
তার পারিবারিক নাম দিলারা হানিফ পূর্ণিমা। চট্টগ্রামেই কেটেছে নায়িকার শৈশব ও প্রাথমিক শিক্ষাজীবন। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই চলচ্চিত্রে নাম লেখান। এরপর প্রায় দুই যুগের অভিনয় ক্যারিয়ারে শতাধিক দর্শক নন্দিত ছবি উপহার দিয়েছেন। পাশাপাশ𒈔ি ছোট পর্দা, অর্থাৎ টেলিভিশনেও করেছেন চমৎকার কিছু কাজ।
পূর্ণিমা🧔 শুধু অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেননি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা দিয়েও মন জয় করেছেন দর্শকদের। তার সাবলীল উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ ও ‘পূর্ণিমার আলো’ অনুষ্ঠান দুটি দর্শকের মনে গেঁথে আছে।
২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চ﷽িত্র পুরস্কার পান তিনি।