টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের পিচ কিউ༒রেটর মোহন সিংয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোবরার (৭ নভেম্বর) তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে দা🐼য়িত্ব পালন করছিলেন তিনি।
বিশ্বকাপ ছাড়াও অনেক বড় বড় ম্যাচের কিউরেটর ছিলেন তিনি। হঠাৎ তার মৃত্যুর༒ কারণ অবশ্🉐য কেউ জানতে পারেনি। তবে কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
এই বিষয়ে স্থানীয় সংবাদমাধ𓂃্যম জানিয়েছে, মোহনকে তার কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মোহন আত্মহত্যা করে থাকতে পারেন।
ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়♔েছে, প্রায় এক দশক ধরে মোহন সিং ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন।