৩ স্পিনার ও ২ পেসার নিয়ে বাংলাদেশকে মোকাবিলা করবে ভারত

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:২৮ পিএম
ভারতীয় টেস্ট দল। ছবি: সংগৃহীত

স্বাগতিক ভারত আসন্ন টেস্♛ট সিরিজের প্রথম ম্যাচের একাদশ গঠন নিয়ে রীতিমতো গবেষণা করছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশ প্রায় তৈরি করে ফেলেছে তারা। 

দলে তিনজন স্পিনার ও দুইজন পেসার থাকছেন, এটা একপ্রকার নিশ্চিত। তবে সেখানে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন চূড়ান্ত হলেও কুলদীপ যাদব নাকি অক্ষর প্যাটেলের মধ্যে কে হবেন তৃতীয় স্পিনার, সেটা ম্যাচ শুরুর আগের দিন ঠিক করা হবে। বার্তা সংস্থা পিটিআই জা𝐆নিয়েছে এসব তথ্য। 

আর পেসার থাকবেন মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ। ও▨পেনিং জুটি রোহিত শর্মা ও যজশ্বী জসওয়াল। এরপর শুভমান গিল ও বিরাট কোহলি। উইকেটকিপার ব্যাটার ঋশভ পন্থ নিশ্চিত। মিডলঅর্ডারের আরেকজন হতে পারেন সরফরাজ খান কিংবা লোকেশ রাহুল। 

এদিকে, রোববার বাংলাদেশ ক্রিকেট  দল ভারতে গেছে। তারা টেস্ট সিরিজে নামা🍸র আগে সোমবার প্রথম বারের মতো অনুশীলন করেছে। 

এর আগে দারুণ এক সফল মিশন শেষ করেছে বাংলাদেশ পাকিস্তান সফ❀রে। বাংলাদেশ দল পাকিস্তান সফরে প্রথম টেস্টে ১০෴ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে স্বাগতিক দলকে পরাজিত করে।  

আসন্ন ভারত সফরে বাংলাদেশ দুটি টেস্ট ম্যাচ খেলবে। বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট মাঠে𓃲 গড়াবে। সফরে বাংলাদেশ তিন ম্যাচের এ🐠কটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে।