আন্তর্জাতিক প্রীতি ফুটবল

ভুটানের বিপক্ষেও হারলো বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:৫৮ পিএম
ভুটানের বিপক্ষে ম্যাচে ব্যর্থ আক্রমণের চেষ্টা বাংলাদেশের। ছবি : সংগৃহীত

স্বাগতিক ভুটানের বিপক্ষে পুরো ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত ০-১ গোলে লজ্জাজনকভাবে হেরে গেল বাংলাদেশ। রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাꦅং স্টেডিয়ামে রোববার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় দুই দল। প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শেখ মোরসালিনের গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেললেও গোল করতে পারেনি। কয়েকব𒊎ারই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের গাছাড়া ভাবে গোল পায়নি দল। ভুটান অবশ্য কিছু কিছু আক্রমণ করেছে। তাতে কাজ হয়নি, সামলে দিয়েছে বাংলাদেশের রক্🔯ষণভাগ।

দ্বিতীয়ার্ধেও𒐪 বাংলাদেশ ভালো খেলে। কিন্ত♑ু ভুটানের রক্ষণভাগে গিয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ম্যাচ যখন একেবারে শেষ পর্যায়ে তখনই ভুটান গোল করে।

এর আগে🔯 বাংলাদেশ ও ভুটান মোট ১১ বার মুখোমুখি হয়। তার মধ্যে ভুটান মাত্র ১ বার জয়লাভ করে। আর বাংলাদেশ জয়ী হয় ৮ ম্যাচে। বাকি ২টি ম্যাচ ড্র হয়।

এই সফরে বাংলাদেশের মূল লক্ষ্য ছির দুই জয় তুলে নিয়ে, পয়েন্ট বাড়িয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা। যাতে করে, আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚপ্লটে থাকা যায়। কিন্তু𓆉 সেটা হলো না। সিরিজ শেষ হলো ১-১ ব্যবধানে।