কোহলিকে টপকে গেলেন বাবর 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৩:০৯ পিএম

একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবඣার ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে কম ম্যাচে হাজার রান করার গৌরব অর্জন করেন তিনি। 

শুক্রবার (২৯ অক্টোবর) প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাবরের পাকিস্তান। এই 🍒ম্যাচে আসিফ আলীর ঝড়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এ ম্যꦏাচেই বিরাট কোহলিকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের নামে লিখিয়েছেন বাবর আজম। 

টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রান করতে ৩০টি ইনিংস খেলতে হয়েছিল কোহলির। যেখানে ২৬ ইনিংস খেলেই 𓄧হাজার রান করে ফেলেন বাবর। 

অধিনায়ক হিসেবে হাজার রানের তালিকায় রয়েছেন দক্ষিণ🌠 আফ্রিকার ফ্যাফ ডু’প্লেসিস, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও নিউজিল্যান্ডের কেন উ🐻ইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু’প্লেসিস ৩১টি ইনিংস খেলে হাজার রান করেন। ফিঞ্চের লেগেছিল ৩২টি ইনিংস। আর কিউই অধিনায়ক উইলিয়ামসনের খেলতে হয়েছে ৩৬টি ইনিংস।

সবাইকে টপকে💙 শীর্ষে পাকিস্তানের অধিনায়ক বাবর। আফগানদের বিপক্ষে ৪৫ বলে ৫১ রান করেন তিনি। ফলে পাঁচ উইকেটর জয় নিয়ে মাঠ ছাড়ে পাকি꧅স্তান। 

আরও সংবাদ