পিএনজিকে ১৬৬ রানের লক্ষ্য স্কটল্যান্ডের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৫:৩৮ পিএম

বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক কাইল কুয়েটজার। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছে তারা। সর্বোচ্চ ৭০ রান করেন রিচি বেরিংটন।

স্কটল্যান্ডের হয়ে 💦ব্যাটিংয়ে ওপেন করতে নামেন জর্শ মানশি ও কাইল কোয়েটজার। ওপেনিং জুটি অবশ্য বেশীক্ষণ টিকেনি। দলীয় ২২ রানে ৬ রান করে মরেয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন স্কটিশ ক্যাপ্টেন কাইল কোয়েটজার। আরেক ওপেনার জর্শ মানশি, চাঁদ সপারের বলে সিয়াকার হাতে ক্যাচ দিয়ে আউট হন। তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৫ রান। 

এরপর দলের হাল ধরেন ম্যাথিউ ক্রস ও রিচি বেরিংটন।🐭 দুইজনের ৬৫ বলে ৯২ রানের জুটি ভাঙ্গেন সিমন আতাই। দুইটি করে চার ও ছয়ে ৩৬ বলে ৪৫ রান করেন ম্যাথিউ ক্রস।&nbs𒀰p;

বেরিংটন ছিলেন আরও বিধ্বংসী। সপারের বলে আউট হওয়ܫার আগে ৪৯ বলে দলীয় সর্বোচ্চ ৭০ রান করেন তিনি। তিনটি ছয় ও ছয়টি চারের মাধ্যমে এ রান করেন তিনি। 

এছার♒া ম্যাকলিয়ড়ের ব্যাট থেকে আসে ১০ রান। নির্ধারিত ২০ ওভার শেষ😼ে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে স্কটল্যান্ড। 

পাপুয়া নিউ গিনির চাঁদ সপা❀র ও কাবুয়া মরিয়া নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া সিমন আতাইয়ের শিকার একটি উইকেট। 

আরও সংবাদ