১৩০ রানের লক্ষ্য পেল ওমান 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৫:৪২ পিএম

আই🎉সিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি। এই ম্যাচে প্রথমে ꦉব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২৯ রান তুলতে পারে পাপুয়া নিউ গিনি। জয়ের জন্য ওমানের প্রয়োজন ১৩০ রান। 

এই ম্যাচে টসে জিতে পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওমানের অধিনায়ক জিশান মাকসুদ। পাপুয়ার হয়ে ব্যাটিংয়ে উদ্বোধন করতে নামেন টনি উরা ও লেগা সিয়াকা। দুই ওপেনারের কেউই খুলত෴ে পার🃏েননি রানের খাতা। প্রথম ওভারেই উইকেট হারায় তারা। এদের মধ্যে একজন খেলছেন পাঁচ বল আর অন্যজন তিন বল। দুইজনই অবশ্য বোল্ড হয়েছেন। বিলাল খান ফেরান টনি উরাকে আর লেগা সিয়াকাকে ফেরান কালিমুল্লাহ। 

এই দুই জনের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক আসাদ ভ🥀ালা ও চার্লস আমিনি। তিনটি ছয় ও চারটি চারে ৪৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন আসাদ ভালা। আমিনির ব্যাট থেকেও আসে ২৬ বলে ৩৭ রান। একটি ছয় ও চারটি চারের মাধ্যমে এ রান করেন তিনি। 

এরপর সবাই ছিলেন আসা যাওয়ার মধ্যেই। ওম♌ানের বোলারদের তুপের মুখে পড়ে কেউ রান করতে পারেননি।&nbs🌊p;

নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান করেছে প🃏াপুয়া নিউ গিনি। 

ওমানের অধিনায়ক জিশান মা🏅কসুদ নিয়েছেন চার উইকেট। এছাড়া বিলাল খান ও কালিমুল্লাহ নিয়েছেন দুইটি করে উইকেট। 

আরও সংবাদ