রোনালদোর হ্যাট্রিকে লুক্সেমবার্গকে উড়িয়ে দিল পর্তুগাল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৬:০৮ পিএম

৩৬ বছর বয়সেও গোল করার ধার একটুও কমেনি রোনালদোর। সিআর-৭ এর হ্যাট্রিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে উড়িয়ে দিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে ৫-০ গোলে জিতেছে ক🔴োচ সান্তোসের দল। 

ফুটবল ক্যারিয়ারে এটি ৫৮তম হ্যাটট্রিক রোনালদোর। আর দেশের হয়ে এটি দশম হ্যাট্রিক প্যাচ বারের ব্যালন ডি'অর জয়ীর। ১৮২টি ম্যাচে ১১৫টি গোল রোনালদোর। 

ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই পর্তুগালের দুইটি পেনাল্টি পায় পর্তু⛦গাল। আর পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি রোনালদো। পর্তুগালের তৃতীয় গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস। 

তবে বিরতির আগে ও পরে দুইটি সহজ সুযোগ✃ নষ্ট করেন রোনালদো। রোনালদোর বাইসাইকেল কিক দুর্দান্তভাবে ফিরিয়ে দেন লুক্সেমবার্গের গোলকিপার। 🐷;

দ্বিতীয়ার্ধে চতুর্থ গোল করে♛ন জোয়াও পালিনহা। খেলা শেষের মিনিট তিনেক আগে হেডে তৃতীয় গোল করে হ্যাট্রিক সম্পূর্ণ করেন রোনালদো।

লুক্সেমবার্গকে হারিয়ে ইউরোপীয় অঞ্চলের বি🃏শ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে পর্তুগাল।

আরও সংবাদ