আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান এমপি। দেশের ক্রিকেটে চতুর্থ বারের মতো এ দায়িত্ꦕব পালন করবেন তিনি। এবার ক্যাটাগরি-২ থেকে নির্বাচন করে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন তিনি। তবে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেও কারও কাছে নাকি ভোট চাননি তিনি। বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে এমন কথাই জানিয়েছেন পাপন।
নির্ꦍবাচনে কারও কাছে ভোট না ജচাওয়ার কারণ জানালেন পাপন। তার মতে, নিজের জনপ্রিয়তা পরীক্ষা করতে চাইছিলেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) মিরপুরে এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘আমি স👍ত্য কথা কারও কাছে ভোট চাইনি। আমার নাম অনেকের কাছেই হয়তো দিয়েছে। কিন্তু আমি কারও কাছেই ভোট চাইনি। কারণ, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি একটা 𒁏পরীক্ষা করতে চাইছিলাম পরিস্থিতিটা কী বাংলাদেশের, ভোটাররা কী মনে করে।’
বিসিবির নির্বাচনে যাদের কাছে ভো൩ট আশা করেননি তাদে✃র ভোটও পেয়েছেন পাপন।
নির্বাচন নিয়ে পাপন বলেন, ‘নির্বাচনটা সবসময় আলাদা জিনিস আমি যেটা লক্ষ্য করে দেখলাম। আমি যাদের ভোট জীবনেও পাবো বলে আশা করিনি তারাও আমাকে ভোট দিয়েছে। নির্বাচনটাই সম্পূর্ণ আলাদা জিনিস। আমি যত জনপ্রিয়ই হন না ജকেন, আমি যখন নির্বাচনে যাচ্ছি। তখন কাউন্সিলরা কী করবেন এটা ধারণা করা খুব কষ্টকর।’