ফের চোটে তামিম ইকবাল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০১:১৬ পিএম

ফের চোটে পড়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইক🐭বাল। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান তিনি।

বুধবার (৬ অক্টোবর) ইপিএলের কাঠমান্ডু কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্য𓄧াচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোꦯট পেয়েছেন তামিম।

বৃ📖হস্পতিবার (৭ অক্টোবর) সকালে দেশে ফিরে এসেই স্ক্যান😼 করিয়েছেন এই বাঁহাতি ওপেনার। চিকিৎসকরা জানিয়েছেন, চিড় ধরা পড়েছে তামিম ইকবালের আঙুলে। অন্তত ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।

বিসিবির একটি সূত্র জানায়, নেপাল থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামেন তামিম। এরপর তাকে স্ক্যানের জন্য বনানীর একটি হꦬাসপাতালে নেওয়া হয়। চꦉোটের জায়গায় ফ্র্যাকচার ধরা পড়েছে। এই চোট পুরোপুরি সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ লাগবে।

এর আগে হাঁটুতে চোট পেয়ে প্রায় ৩ মাসের বিশ্রামে ছিলেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক। নিউজিল্যান্ড 𒐪সফরে খেলেননি টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ে সফরেও ওয়ানডে খেলে বাকি দুই ফরম্যাটে মাঠে নামতে পারেননি তামিম।