সংযুক্ত আরব আমিরাতে চলছꦍে আইপিএল। আসরের মাঝপথেই টুর্নামেন্টে ছেড়ে দিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল।
আইপিএলের এই পর্বে পাঞ্জাবের হয়ে দুটি ম্যাচ খেলেছেন গে𝓡ইল। এরপরই আইপিএলের💛 জৈব সুরক্ষা বলয় ছেড়ে দেন ক্যারিবিয়ান এই ব্যাটিং-দানব।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই আইপিএল ছেড়ে দেন গেইল। জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বক🎉াপের জন্য নিজেকে মানসিকভাবে সতেজ রাখতে ꩲচান। তাই আর আইপিএলের বায়ো-বাবলে বন্দি হয়ে থাকার পক্ষে নয়।
গেইল বলেন, “কয়েক মাস ধরে আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বায়ো-বাবলের মধ্যে আছি। তারপর সিপিএল, এবার আইপিএল বাবল। আমি নিজেকে মানসিকভাবে চাঙা করতে ও সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বক🐷াপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করতে আবার মন দিতে চাই। এজন্য দুবাইয়ে একটু বিরতি নিলাম।”
গেইল চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কি🅷টস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পাঞ্জাবের হয়ে ৩৭ ম্যাচ খেলেছেন। গেইল ছাড়াও বাবলের ক্লান্তিতে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ঘটনা ঘটেছে। ইংল্যান্ড টেস্ট দল থেকে বেন স্টোকস সরে দাঁড়ান, খেলেননি ভারত সিরিজ। কাইরান পোলার্ড, আন্দ্রে রাসেল ও ডেভিড ওয়ার্নার এই বছরের হান্ড্রেড টুর্নামেন্ট থেকে না🥀ম তুলে নেন।