অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগার যুবারা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০২:৫৬ পিএম

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরই মধ্যে এই সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকে𝓀ট বোর্ড (বিসিবি)। 

আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কা পৌঁছাবে জুনিয়র টাইগাররা। সেখানে জৈব সুরক্ষা বলয় শেষ করে ওয়ানডে ম্যাচের জন্য মাঠে নামবে আইচ মোল্লার দল। তবে এ সফরের সূচি চূড়ান্ত করলেও কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি শ্♛রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

পাঁচ ম⛄্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে আগামী ১৫ অক্টোবর। এরপর❀ বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। 

আসন্ন এ সিরিজ সম্পর্কে শ্রীলঙ্কার হেড কোচ আভিশকা গুণাওয়ার্ধেনে বলেন, “আসন্ন সিরিজটি অনূর্ধ্ব-১৯ দলকে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ করে দিবে। এই সিরিজ ২০২২ যুব বিশ্বকাপের জন্য দলের🐽 সমন্বয় খ🏅ুঁজে পেয়ে সহায়তা করবে।”

যুব বিশ্বকাপকে সামনে রেখেই বিভিন্ন দলের বিপক্ষে সিরিজ খেলছে জুনিয়র টাইগাররা। সম্প্রতী ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩-২ ব্যবধানে হারিয়ে 🍷সিরিজ জিতেছে বাংলাদেশ।&꧙nbsp;

আরও সংবাদ