চলতি মৌসুমেই রিয়ালে আসবেন এমবাপ্পে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৪:৩২ পিএম

স্প্যানিশ লিগের তৃতীয় রাউন্ডে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্পেনের রাইট ব্যাক দানি কার্বাহালের একমাত্র গোলে জয় পেয়েছে রিয়াল। চলতি ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদে আসবেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে এ কথাইꦚ বলেছেন মাদ্রিদ তারকা কার্বাহাল। 

এমবাপ্পের যোগ দেওয়ার বিষয়ে কার্বাহাল বলেন, "আশা করছি ট্রান্সফার ♐উইন্ডো শেষ হওয়ার আগেই এমবাপ্পে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। তিনি আসলে আমাদের দলের শক্তি বৃদ্ধি পাবে।"

এছাড়াও মাদ্রিদের ডিরেক্টর এমিলিও বুট্রাগুয়েনো ও কোচ কার্লো আনচেলোত্তি এমবাপ্পে পরিস্থিতি ꧒নিয়ে কথা বলেন। 

এমিলিও বুট্রাগুয়েনো বলেন, "আমরা বুঝতে পারছি যে ভক্তরা এটা প্রত্যাশা করছে। সমস্ত মিডিয়া এটা নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের কিছু বলার নেই।"&nbsꦇp;

কো💜চ কার্লো আনচেলোত্তি বলেন, "আমি খেলা সম্পর্কে কথা বলতে পারি। বাকিটা ক্লাবের ক্লাবের ব্যাপার, তারা তা দেখাশোনা করবে।" 

মৌসুমের প্রথম ম্যাচে আলাভেজকে ৪-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয় ম্যাচেই এসে লেভান্তের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে  পয়েন্ট খো🦋য়ায় রিয়াল। 

আন্তর্জাতিক বিরতির পর ১৬ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ💙ে ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। 

আরও সংবাদ