ম্যান সিটিতে যাচ্ছেন রোনালদো

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৮:৩৪ পিএম

জুভেন্টাসের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেষ্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন এবার বাস্তবে পরিণত হচ্ছে। কথা পাকা💞পাকি করতে এখন ম্যান সিটিতে অবস্থান করছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস। সংবাদমাধ্যম মিরর এ তথ্য নিশ্চিত করেছে।

ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যক্তꦏিগত শর্তে রাজি হয়েছেন রোনালদো। বিভিন্ন সূত্র জানিয়েছে, গার্দিওয়ালার দলে যোগ দিতে প্রস্তুত রোনালদো। অনেক বছর পরে আবারও প্রিমিয়ার লিগে ফিরে আসছেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন তিনি। 

উদিনেসের বিপক্ষে শুরুর একাদশে জায়গা না পাওয়ার পর থেকেই ট্রা♉ন্সফারের গুঞ্জন শুর༺ু হয়েছিল। 

জুভেন্টাসের ভাইস চেয়ারম্যান পাভেল নেদভেদ জানিয়েছেন যে, “রোনালদো চলে যেতে চ🅠াইছেন। কিন্তু পরে ইতালিতে এমন খবর প্রকাশিত হয় যে, ৩৬ বছর বয়সী তার সতী💖র্থদের জানিয়েছিলেন তিনি ম্যান সিটিতে যোগ দিতে চান।” 

ম্যানচেস্টার সিটি এখনো রোনালদোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। তবে খেলোয়াড় ও ক্লাব একটি চুক্তিতে সম্মত হয়েছেন⛎ বলে জানা।&nb🤡sp;

আরও সংবাদ