বিসিবি নির্বাচনে অংশ না নেয়ার আভাস পাপনের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৫:২১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এ বছরের শেষে🎀র দিকে অথবা আগামী বছরের শুরুতে। তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের অনিশ্চয়তায় আছেন বর্তমান ও টানা তিন বারের বিসিবি সভাপতি এমপি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) চার বছর পরে অনুষ্ঠিত এজিএম শেষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলন এসব কথা বলেন পাপন।

দেশের ক্রিকেটের হার মেনে নিতে পারেন ন෴া জানিয়ে পাপন বলেন, “আমার একটা খারাপ দিক হচ্ছে হারলে হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, হারলে আমার বউ-বাচ্চা সামনে আসে না। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।“ 

ক্রিকেট ভক্ত সভাপতি ক্রিকেটে অনেক সময় দিয়েছেন জানিয়ে বলেন, “ক্রিকেটে অনেক সময় দিলাম। আমাদের বোর্ড থেকে জালাল ভাই গেল নিউজিল্যান্ড, ববি ভাই গেলো জিম্বাবুয়ে। ও🐼নারা জানেন, ওন🐟ারা অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছিই, ওনাদের ওখানে ৭টা বাজলে ফোন দিয়েছি, ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা, তারপর টিম নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট ইজ টেকিং টু মাচ টাইম।”

আসন্ন বিসিবি নির্বাচন অন্যান্য বারের মতো হবে না এবং কিছুদিনের মধ্যেই এমন ধারণাগুলো পাওয়া যাবে জানিয়ে পাপন বলেন, “আসলে এবার বোর্ড মিটিংয়ে ১ তারিখ বা ২ তারিখ যখনই হয় সেদিন একটু ধারণা পাবেন আপনারা ইলেকশন ন😼িয়ে এটাতে কোন সন্দেহ নেই। এবারের ইলেকশনটা একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। আশা করি এটা এক্সেপ্টেড হবে, যেমনটা আমি প্রপোজ করেছি।”

আরও সংবাদ