এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৪:৫৫ পিএম

নারীদের এশিয়া কাপে আজ শুক্রবার (৭ অক্💃টোবর) মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। গত আসরের ফা💃ইনালিস্ট ভারতকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান।

টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের ২৬ রানে ওপেনার সিদরা আমিন বিদায় হন। মাত্র ৭ রান যোগ হতেই আরেক ওপেনার মুনিবা আলীও একই পথে হাঁটেন। ইনিংসে আর কোনো রান যোগ না করে ওমাইমা সোহাইল এলবিডব্লিউ‍‍র ফাঁদে পড়েন। লম্বা সময় উইকেট ধরে খেলতে থাকেন অধিনায়ক বিসমাহ মারুফ ও নিদা দার। দলের ১০৯ রানে বিসমাহ ৩২ রানে আউট হন। তবে নিদা হাফ সেঞ্চুরি আদায় করেন। তার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ বলে ৫𒁏৬ রান। 

পাকিস্তানের ইনিংস থামে ৬ উইকেটে ১৩৭ রানে। ভারতের দীপ্তি শর্মা ৩টি ও পূজা বস্ত্রকার দ𓆏ুটি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওপেনার সবিনয়েনি মেঘনা আউট হন ব্যক্তিগত ১৫ রানে। ৬ রানের ব্যবধানেཧ জেমিমা রদ্রিগেসও আউꦍট হন। স্মৃতি মান্ধানা ও দয়ালম হেমলতা জুটি কিছুটা প্রতিরোধ গড়েন। এই জুটি ভাঙে দলের ৫০ রানে। আর ১৩ রান যোগ করে পূজা ফিরে যান। 

দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রিচা ঘোষের ব্যাট থেকে। তিনি ১৩ বলে ২৬ রান করেন। শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় ১৯.৪ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।পাকিস্তান জয় পায় ১৩ রানে। 
 

আরও সংবাদ