থাইল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ১১৬ রান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ১০:৪২ এএম

সিলেটের মাঠে এশিয়🌼া কাপের ১০ম ম্যাচে মাঠে নেমেছেন পাকিস্তান ও থাইল্যান্ডের মেয়েরা। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১১৬ রান।

ইনিংসের শুরুতে ২৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ব্যক্তিগত ১৫ রা🔴নে মুনিবা আলি এলবিডব্লিউ‍‍র ফাঁদে পড়েন।  তবে আরেক ওপেনার সিদরা আমিন দলের হাল ধরেন। তিনি ৬৪ রানে𝓰 ৫৬ রানের ইনিংস খেলেন। তবে বাকি ব্যাটাররা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। বাকিদের মধ্যে একমাত্র নিদা দার দুই অঙ্কের (১২) ঘরে পৌঁছাতে পারেন।

দলীয় ৪৩ রানে অধিনায়ক বিসমাহ মারুফ ৩ রানে ফেরেন। ৮৪ রানে নিদা আউট হন। ১১ রান যোগ হতেই আয়েশা নাসিম প্যালিভিয়নের পথ ধরেন। দলের পঞ্চম উইকেটের পতন ঘটে ১১০ রানে। পাকিস্তানের ইনিংস থামে ১১৬ রানে, ৫ উইকেটের বিনিময়ে।
থাইল্যান্ডের সোর্ননারিন টিপ্পোচ দুটি উইকেট পান। এ🌳কটি উইকেট পান  থিপাচা পুত্থাওং।