পাকিস্তানের বিপক্ষে ৭০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ১১:০৭ এএম

নারীদের এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট স্টেডিয়ামে আজ সোমব🃏ার (৩ অক্টোবর) টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে🧔 নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৭০ রান।

ইনিংসের প্রথম থেকেই বাজেভাবে ব্যাট করে বাংলাদেশ। মাত্র ৩ রানেই প্রথম সারির ৩ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। অবশ্য ব্যাট হাতে ধারাবাহিক সফল দলীয় অধিনায়ক নিগার সুলতানা দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ১৭ রানে তꦬিনি নিদা দারের কাছে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

দলের বিপর্যয়ে হাল ধরেন সিনিয়র সদস্য সালমা খাতুন। তিনি শেষ পর্যন্ত ২♒৯ বলে ২৪* রানে অপরাজিত ছিলেন। 

আবহাওয়া খারাপ থাকার কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কিছু সময় বন্ধ ছিল। 🍒বাংলাদেশ ১৭.৩ ওভারে ৭ উইকেটে ৫৮ রান নিয়ে আবার মাঠে নামে। তবে বাকি ব্যাটারদജের ব্যর্থতায় আর ১২ রান যোগ করেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

পাক𝔉িস্তানের নিদা দার ও ডায়না বেগ দুটি করে উইকেট পান। একটি করে উইকেট পান সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহাইল।

 

আরও সংবাদ