ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্🅰রিদের সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর গুঞ্জন ছিল বর্তমান ক্লাব জুভেন্টাস ছেড়ে পিএসজি যাওয়ার। কিন্তু এই গ্রীষ্মে তুরিনের ওল্ড লেডিদের ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। এমন তথ্য নিশ্চিত করেছেন জু𝕴ভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি।
এ পর্তুগিজ তারকার সঙ্গে জুভেন্টাসের চুক্তির মেয়াদ আছে আর মাত্র ১২ মাস। এরপরে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ বা ম্যানচেষ্টার ইউনাইটেডে ফিরে আসা এবং ম্যানচেষ্টার সিটি ও পিএসজিতে যাওয়ার ব্যাপারে গুঞ্জন থাকলেও এবারের দল বদলে কোথাও যাচ্ছেন না পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
রোনালদোর পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি বলেন, রোনালদো বৃহস্পতিবার খেলেননি কারণ আমরা কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি। এজন্য আমি তাকে একদিনের ছুটি দিয়েছিলাম। রোনালদো আমাদের কাছে বোনাসের মতো। কারণ তিনি প্রতি ম🀅ৌসুমে অনেক গোলের নিশ্চয়তা দেন। আসলে তার কাছ থেকে সেরাটা পেতে হলে আমাদেরও দল হিসেবে কাজ করতে হবে। তিনি সবসময় ভালো প্রশিক্ষণ নিয়েছেন। তার ক্লাব ছাড়ার খবর আমি শুধু খবরের কাগজে পড়েছি। তিনি আমাদের কখনো বলেননি যে তিনি চলে যেতে চান।"
রোলানদোর জুভেন্টাসে থাকার বিষয়ে আলেগ্রি বলেন, "রোনালদো আমাকে 💫বলেছিল যে তিনি জুভেন্টাসেই থাকবেন।"
২০২১-২২ মৌসুম𒁃ে উদিনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরি আ অভিযান শুরু করবে জুভেন্টাস।