বিশ্বকাꦿপের ঠিক আগ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। মূলত ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের আগে দলে ফিরেছেন তারা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) উইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরে⛦ছেন ♒ইনজুরিতে থাকা মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ।
এছাড়াও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ক্যামেরুন গ্রিন। বিশ্রামের কারণে ভারত সিরিজে ছিলেন না ডেভিড♉ ꦗওয়ার্নার। বিশ্বকাপের আগ মুহূর্তের এই সিরিজে দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার।
ইনজুরির কারণে আ💧গে ভাগেই দেশে ফিরেছিলেন অ্যাশটন অ্যাগার ও কেন রিচার্ডসন। তাদেরকে দলে ফিরিয়েছে সিএ। তবে অবাক করেছে ক্যামেরুন গ্রিনের থাকার বিষয়টি।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও ভ🅺ারত সফরে দারুণ পারফর্মেন্স করেছিলেন ক্যামেরুন গ্রিন। তাই তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ👍ে দলে রেখেছে সিএ নির্বাচকরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড
অ্যারন ফিঞ্চ, শন অ্যাবট, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলেউড, জশ ইংলিশ, মিচেল ম🅺ার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল সামস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।