ম্যাচে আধিপত্য পর্তুগালের, ফাইনালসে জায়গা স্পেনের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ০১:১৬ পিএম

পর্তুগালের ব্রাগায় মঙ্গলবার রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও স্পেন। ম্যাচে ১-০ গোলে জিতেছে🙈 স্প্যানিশরা। এর ফলে নেশন্স লিগের ফাইনালস নিশ্চিত করেছে দলটি। এবারসহ টানা দ্বিতীয়বার চ🥃ার দলের ফাইনালসে উঠেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে পর্তুগালের লক্ষ্য ছিল পরাজয় এড়ানো। তবে তারা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলত💞ে থাকে। তাতে 🍃সুযোগ সৃষ্টি হলেও গোল করার জন্য যথেষ্ট ছিল না। বরং শেষদিকে আলভারো মোরাতার গোলে জয় তুলে নিয়ে ফাইনালস নিশ্চিত করে দলটি।

ম্যাচে আধিপত্য ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল পর্তুগাল। স্পেন পুরো ম্যাচেই ছিল একপ্রকার কোনঠাসা💎। তবে ম্যাচের শেষদিকে আক্রমণের তীব্রতা বাড়িয়ে ম্যাচ নিজেদের দখলে নেয় স্প্যানিশরা।

ম্যাচের প্রথম দিকে দুই দলেরই অগোছালো খেলা দেখা যায়। ম্যাচের ২২ মিনিটে স্পেনের গোলরক্ষকের▨ ভুলে পেনাল্টির আবেদন জানান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রেফারি কর্নারের বাঁশি বাজান। প্রথমার্ধ গোলশূণ্য কাটার পর দ্বিতীয়ার্ধেও তেমন প্রতিরোধ দেখা যায়নি ম্যাচে। 

ম্যাচের ৭০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারায় পর্তুগা🎐ল। কর্নারের বিনিময়ে কোনোমতে ঠেকান দানি কারভাহাল। ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে দলকে জয়ের আনন্দে ভাসান মোরা🦋তা। উইলিয়ামসের পাসে ফাঁকা জালে বল জড়ান এই স্ট্রাইকার।

ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ 🍃সেরা স্পেন। ১ পয়েন্ট কম নিয়ে লিগে দুই নম্বরে পর্তুগাল। 

আরও সংবাদ